আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে শনিবার উল্লাপাড়া আকবর আলী সরকারী কলেজে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়। সকালে কলেজ মাঠে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপাধ্যক্ষ আসহাবুল হক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ।
খেলায় কলেজের মোট ১৬টি বিভাগ অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ডিগ্রী পাসকোর্স ক্রিকেট একাদশ ৩৪ রানে গণিত বিভাগ ক্রিকেট একাদশকে পরাজিত করে।
মুক্ত প্রভাত/রাশিদুল