খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল
ঠাকুরগাও রাণীশংকৈল উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। শনিবার শিবদিঘী কেন্দ্রীয় টাউন ক্লাবে ৪টি পদের মোট ১০জন প্রার্থীর অংশগ্রহণে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে । ভোট গণনার পর রাত ৮টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী।
নির্বাচনী ফলাফলে দেখা যায় সভাপতি পদে রিক্সা প্রতিক নিয়ে ৪৭৯ ভোট পেয়ে খায়রুল ইসলাম নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি চেয়ার প্রতিক নিয়ে মোকবুল হোসেন ৪৭৪ ভোট পেয়ে পরাজিত হন।
একই ভাবে চারজন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে হারিকেন প্রতিক নিয়ে আব্দুর রাজ্জাক ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মফিজুল ইসলাম সেন্টু গরু গাড়ী প্রতিকে ২০০ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সাধারণ সম্পাদক পদে ডাব প্রতিক নিয়ে আশরাফ আলী ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মিজানুর কলস প্রতিকে ৩১৯ ভোট পেয়ে পরাজিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে হাত পাখা প্রতিক নিয়ে নইমুদ্দিন ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি রুহুল আমিন টিউবওয়েল প্রতিক নিয়ে ৩৬২ ভোট পেয়ে পরাজিত হন।
মোট ১২ সদস্যর কার্যকরী কমিটির মধ্যে ৪টি পদে ভোট হলেও বাকী ৮টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন আনু অর্থ সম্পাদক পদে মাহবুব আলম সমাজ কল্যাণ পদে হাসিবুর রহমান ও নির্বাহী সদস্য পদে যথাক্রমে শাহালম,ইমরান আলী,নয়ন আলী,জাকির হোসেন,সোবহান ওরফে সাতানু।
মোট ভোটার ছিল ২১৭৪ জন। ভোট সংরক্ষণ হয়েছে ১০১৮ জনের। এবং ক্রুটি থাকায় বাতিল হয়েছে ৬৭ টি।
ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলোক চন্দ্র বসাক, সাবেক ভিপি রফিউল ইসলাম,সাংবাদিক আশরাফুল আলম,আবুল কাশেম, মুক্তার হোসেন, তাতী লীগ নেতা নুর ইসলাম কিনু,ছাত্রলীগ নেতা তারেক আজিজ,শ্রমিক নেতা সুমন পাটোয়ারী,কবির হোসেন,জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা সফিকুল ইসলাম ও সাংবাদিক খুরশিদ আলম শাওন প্রমুখ ।
এছাড়া ভোট পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা আ’লীগের সম্পাদক তাজউদ্দীন প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার ও আনোয়ার হোসেন আকাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম আর বকুল মজুমদার সহ অনেকে ।
মুক্ত প্রভাত/রাশিদুল