দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিপি) কার্যকরী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সব কটি পদে বিজয়ী হয়েছে আমিনুল হাকিম ও ইমদাদুল হকের নেতৃত্বাধীন প্যানেল।
আইএসপিএবির কার্যকরী কমিটির ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন। সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সবার সহযোগিতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করছি, আগামীতে আইএসপিএবি সামনের দিকে এগিয়ে যাবে।’ নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য ছিলেন বাক্যের মহাসচিব তৌহিদ হোসেন ও এক্সেল টেকনোলজিসের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক।